13-03-2020

আমি একজন বেকার। সেই জন্য কাজের খোঁজে  আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় । এদিক সেদিক  ঘোরার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছুই  নিজের চোখে দেখেছি এবং অনেক অজানা সত্য ঘটনার মুখোমুখি হয়েছি। সেই সব আমার দেখা কিছু দৈনন্দিন  ঘটনা দিনলিপির মতো  আমি গল্প  আকারে তুলে ধরব। আজকে তার প্রথম পাতা  ----
           কালকে বিকেলে একটা  কাজের খোঁজে বেরিয়েছিলাম। পিসেমশায় কাজের খবরটা দিয়েছিলো,তারই এক বন্ধু আলমানি বাবুর ফার্ম এ। আমি গিয়ে যথারীতি কথাবার্তা সেরে তারাতারি বেরিয়ে পারলাম ,কারণ আকাশ খুব খারাব ছিল মেঘ ডাকছে,বিদ্যুৎ চমকাসচ্ছে।বাইরে বেরুতেই দেখলাম চারিদিক হালকা অন্ধকার হয়েগেছে ,আমি হাটতে  লাগলাম , কারণ ফার্ম থেকে বাড়ী বেশি দুরে নয়। ঝিরিঝিরি বৃষ্টি পারছে ,রাস্তার এক পাশে রেল লাইন তার ধারে ধরে দীর্ঘ জঙ্গল রয়েছে , রাস্তা সুনশান আমি জোরে জোরে পা চালাছি যাতে বৃষ্টি মুষুলধারে নামার আগেই আমি বাড়ী পৌঁছাতে পারি। কিছুদূর আসতেই সেই জঙ্গলি রাস্তার একটা গলিতে যা দেখলাম তা দেখে আমার চোখ চড়কগাছ। দৃষ্টি ফিরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম এ দেখি " কারো পৌষমাস কারো সর্বনাশ "। পরক্ষনেই ভাবলাম কই কারো তো সর্বনাশ নয়, যা হচ্ছে তা ওদের নিজের ইচ্ছেতেই তো  হচ্ছে। জনহীন রাস্তা ,তারপাশে জঙ্গল ,হালকা অন্ধকার ,মেঘের ডাক , বিদ্যুৎ চমকানি তার উপর মৃদু বৃষ্টি। যেন এক সর্গীয় সুখ উপলব্ধ করার উপযুক্ত সময়। তাইতো সে  দুজনে নিজেদের যৌবনের জ্বালা মেটানোর জন্য এমন সুন্দর আর উপযুক্ত সময় কে বেছে  নিয়েছে। সেখানে , প্রকৃতি শুধু একটু সুযোগ করে দিয়েছে মাত্র , নিজের ভয়ংকর রূপ দেখিয়ে আর একটু বৃষ্টির ছটা ঝরিয়ে। 

                


                                                                                                                                                                    
                



                                                                                                                                                                   -------------------------------------------------------------------------------------------------------------------------
English Translation : 

I am unemployed. That is why I have to travel around the country in search of work. I have seen many things from my own experience and have encountered many unknown truths. As a daily dairy of some of the daily events whats I have seen , I will illustrate them. Today is its first page ------
             Tomorrow I was out in search of a job. Uncle gave the news. At the firm of Almani Babu who is one of the friend of his. I went out immediately after the usual conversation, because the sky was so bad, the clouds were calling, the lighting was shining. I went out and found around light dark. I started walking, because my home is not so far from the firm. It's raining slowly , Rail line on one side of this road  and there are long Jungle beside it. the road is people less, I walking so fast if I can reach home before the rain falls heavily. After coming some distance what I saw in the alley on the Jungle road, I was surprised. I turn my eyes and walking fast. I began to think myself that's it is " one's harvest month , is another's complete devastation". After a while I have think it is not harmful for other , because what is happening is in their own will. Unman street,the Jungle beside this road,light darkness,the thunder lighting shining , and soft raining , that is a suitable moment to feeling of the happiness of heaven. So , both of them have chosen such a beautiful time for enjoying their adultery. where the nature has given only a little opportunity , by showing one's horrible appearance and a little rainfall.



 



       
















Comments