করোনার থাবায় ভারতের উদ্বেগ

করোনা ভাইরাসের হাত থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে প্রধানমন্ত্রী আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মধ্যে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের করোনা সম্পর্কিত সমস্ত খুটিনাটি খবর নিয়েছেন । করোনা ভারতেও ধীরে ধীরে ভয়ংকর আকার ধারণ করছে তা নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেন। করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে দেশবাসীর স্বার্থে সকলেই লকডাউন কে বর্ধিত করার পক্ষে সন্মতি দিয়েছেন। বৈঠকের পর বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী লকডাউন কে  30 শে এপ্রিল পর্যন্ত  বর্ধিত করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীও লকডাউন 30 শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করার পক্ষে সন্মতি দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আশা করা হচ্ছে অতি শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করবে।








--------------------------------------------
English Translation :
          The Prime Minister today met with the Chief Ministers of all the states through a video conference to protect the country and the countrymen from the corona virus. It is a important meeting there the Prime Minister and the Chief Ministers discuss the current situation of the Corona virus Efection.The Prime Minister has taken all the necessary concern on Corona from every state. Everyone is concerned that Corona is slowly taking shape in India that is a vast anxiety.Keeping in mind the horrible increasing of the Corona Affecting,everyone has agreed to extend the lockdown in the interest of the countrymen. After this meeting, the many Chief Minister extended lockdown to April 30 in several states. The Prime Minister also agreed to extend the lockdown until April 30, until the last news. However, no official notification has been released from the Prime Minister's Office till now. It is expected that the Prime Minister's Office will release the notice shortly.























Comments