করোনার কারনে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা কঠোর হলো। The Security on the Bangladesh border is tightened for the Corona virus.

করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।সারা বিশ্বের প্রায় দু'শো দেশে করোনা তার জাল বিছিয়েছে। ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় 15 লক্ষ মানুষ এর দ্বারা আক্রান্ত এবং প্রায় 1 লক্ষ মানুষ প্রান হারিয়েছেন। ভারত সহ ভারতের প্রতিবেশী দেশ গুলিও এর কবল থেকে রক্ষা পায়নি। কিন্তু প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বিগ্ন গতকাল থেকে অনেক বেড়েছে। কারণ, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা গতকাল থেকে হঠাতই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এই অবস্থায় ভারত বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারত ও বাংলাদেশর বর্তমানে সীল করা সীমান্তের নিরাপত্তার সমস্ত খুটিনাটি বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে খবর।

















-------------------------------------------------------
English Transalate :
                                    The Corona virus has become a cause of anxiety around the world. Corona has spread its nets in nearly two hundred countries around the world. Already around 1.5 million people worldwide are affected by it and nearly 1 lakh people have died. India's neighboring countries, including India, were not spared. But India's concern over neighboring Bangladesh has increased a lot since yesterday. Because, the number of corona infected cases in Bangladesh has been rising steadily since yesterday. So in this situation, India's border security has been strengthened more. The Indian Home Minister is scheduled to visit India and Bangladesh border to investigate all the security issues which is currently sealed.


 





















Comments